একাডেমিক কোর্সসমূহ
১) যাদের রয়েছে মাধ্যমিক শিক্ষা বোর্ডের সনদ, তারা-
ক] ১২টি কোর্স (৬০ ক্রেডিট আওয়ার) শেষ করতে পারলে সার্টিফিকেট ইন বিবলিক্যাল স্টাডিজ সনদ দেওয়া হবে।
খ] ৩০ টি কোর্স (১২০ ক্রেডিট আওয়ার) শেষ করতে পারলে ব্যাচেলর অব থিয়োলজিক্যাল স্টাডিজ (বি,টি,এস) সনদ দেওয়া হবে।
২) যাদের রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সনদ, তারা-
ক] ১৫ টি কোর্স (৬০ ক্রেডিট আওয়ার) শেষ করতে পারলে ডিপ্লোমা ইন থিয়োলজি সনদ দেওয়া হবে।
খ] ৩০ টি কোর্স (১২০ ক্রেডিট আওয়ার) ও কমপক্ষে ৫টি এসাইনমেন্ট শেষ করতে পারলে ব্যাচেলর অব থিয়োলজি (বি,টিএইচ) সনদ দেওয়া হবে।
৩) যাদের রয়েছে স্নাতক সনদ বা স্নাতক পড়াশোনারত, তারা-
ক] ৩০ টি কোর্স (১২০ ক্রেডিট আওয়ার) শেষ করতে পারলে ও স্নাতক পাশ সাপেক্ষে মাস্টার্স অব থিয়োলজিক্যাল স্টাডিজ (এম,টি,এস) সনদ দেওয়া হবে।
খ] ২০ টি কোর্স (৯০ ক্রেডিট আওয়ার) ও কমপক্ষে ১০০ পৃষ্ঠার থিসিস পেপার (৩০ ক্রেডিট আওয়ার) শেষ করতে পারলে মাস্টার্স অব ডিভিনিটি (এম,ডিভ) সনদ দেওয়া হবে।
৪) এছাড়াও,
ক] যারা আমাদের মিশন সেন্টারের সাথে যোগাযোগ করে ক্যাম্পাস কোর্সের সিলেবাস অনুসারে উপরে উল্লেখিত কোর্স করতে চায়, তাদের জন্যও সুযোগ রয়েছে। এই ক্যাম্পাস কোর্স চাকুরিজীবিদের জন্য সাকুল্যে ২০০০.০০ (দুই হাজার টাকা) অনুদান হিসাবে দিতে হবে, কিন্তু গৃহিনী ও ছাত্র-ছাত্রীরা এই অনুদানের আওতাভূক্ত নয়।
খ] যারা ইংরেজি মাধ্যমে বাইবেল শিক্ষা গ্রহণ করতে আগ্রহী, তাদের জন্য রয়েছে ঘরে বসে ইংরেজি ভিডিও সিডির মাধ্যমে উপরে উল্লেখিত একাডেমিক ডিগ্রী নেবার সুযোগ। ইংরেজি কোর্সের জন্য নূন্যতম ১৫,০০০ (পনেরো হাজার টাকা) অনুদান হিসাবে দিতে হবে।
উল্লেখ্য, আমাদের সকল সনদপত্র এমি কোরিয়া প্রধান অফিস থেকে স্বাক্ষরিত হবে। পৃথিবীর প্রায় ২৫ টি দেশের এমি কলেজ ও সেমিনারির প্রেসিডেন্ট ডঃ থোমাস হোয়াং সনদপত্র স্বাক্ষর করবেন। এই কলেজ ও সেমিনারির সাথে যুক্ত হওয়া মানে বিশ্বের ২৫ টি দেশের ছাত্র-ছাত্রীদের সাথে আপনিও যুক্ত হলেন।