খ্রীষ্টিয়ানদের জীবনে আত্মিক পরিপক্কতা একান্তভাবেই প্রয়োজন। এই প্রেক্ষীতে একজন শিশু তার জন্মগ্রহণ করা থেকে শুরু করে ঠিক যেভাবে ধাপে ধাপে বেড়ে উঠে একজন পূর্ণ বয়স্ক মানুষ হিসাবে তৈরী হয়, তেমনিভাবে আত্মিকভাবে খ্রীষ্টিয়ান জীবনে বেড়ে ওঠা গুরুত্বপূর্ণ।
এজন্য, বাইবেলের নীচের পদগুলো পড়া দরকারঃ
মার্ক ২ঃ১৯; মথি ২৫ঃ১-১৩; ২ করিন্থীয় ১১ঃ১-২; প্রকাশিত বাক্য ১৯ঃ৭-৯, ২১ঃ২, ৯ এবং ২২ঃ১৬-১৭।
আশাকরি, এভাবেই আপনি পরিপক্ক জীবনে প্রবেশ করতে চান!