সুনিশ্চিতভাবে শুধুমাত্র তাঁর শিক্ষাকে গ্রহণ করেই আমরা নিজেদের প্রকৃত শিষ্য-শিষ্যা হিসাবে চিহ্নিত করতে পারি। যীশু আমাদের বলেছেন, “একটা নতুন আদেশ আমি তোমাদের দিচ্ছি, তোমরা একে অন্যকে ভালবেসো। আমি যেমন তোমাদের ভালবেসেছি তেমনি তোমরাও একে অন্যকে ভালবেসো। যদি তোমরা একে অন্যকে ভালবাস তবে সবাই বুঝতে পারবে তোমরা আমার শিষ্য” (যোহন ১৩:৩৪-৩৫ পদ)।
এমি গ্লোবাল বাংলা
মথি ২৪:১৪ পদ