আমাদের ভিডিও সকল
১. এই পৃথিবী কী?
প্রথমত, আমাদের জন্য ঈশ্বর এই পৃথিবী দিয়েছেন। কিন্তু আমরা আসলে মাত্র কিছুদিনের জন্য এখানে থাকব। আমরা খ্রীষ্টিয়ানেরা একটা স্থায়ী জায়গায় চিরকালের জন্য থাকব (যোহন ১৪:১-৩ পদ)। এই পৃথিবী থাকবে না (২ পিতর ৩:১-১৩ পদ); আমরা নতুন পৃথিবীতে থাকব (প্রকাশিত বাক্য ২১:১ পদ)। আসলে, আমরা খ্রীষ্টিয়ানেরা একই সাথে দুই পৃথিবীর কথা চিন্তা করি।
২. আত্মিক পরিপক্কতা
খ্রীষ্টিয়ানদের জীবনে আত্মিক পরিপক্কতা একান্তভাবেই প্রয়োজন। এই প্রেক্ষীতে একজন শিশু তার জন্মগ্রহণ করা থেকে শুরু করে ঠিক যেভাবে ধাপে ধাপে বেড়ে উঠে একজন পূর্ণ বয়স্ক মানুষ হিসাবে তৈরী হয়, তেমনিভাবে আত্মিকভাবে খ্রীষ্টিয়ান জীবনে বেড়ে ওঠা গুরুত্বপূর্ণ।
এজন্য, বাইবেলের নীচের পদগুলো পড়া দরকারঃ
মার্ক ২ঃ১৯; মথি ২৫ঃ১-১৩; ২ করিন্থীয় ১১ঃ১-২; প্রকাশিত বাক্য ১৯ঃ৭-৯, ২১ঃ২, ৯ এবং ২২ঃ১৬-১৭।
আশাকরি, এভাবেই আপনি পরিপক্ক জীবনে প্রবেশ করতে চান!
৩. প্রভু যীশু খ্রীষ্টের বংশ তালিকার প্রথম বিশ বংশ
বাইবেলের ইতিহাসের যাত্রা শুরুঃ পবিত্র বাইবেলের একটি গুরত্বপূর্ণ জানার বিষয় (মথি ১ঃ১-১৭ এবং লূক ৩ঃ২৩-৩৮)। এই বিষয়ে আলোচনা খুব কমই হয়ে থাকে। তবে আদম থেকে যীশু পর্যন্ত এই যে ধারাবাহিকতা যা আমাদের কাছে প্রমাণ করে বাইবেলের অকৃত্রিমতা ও খাঁটিত্ব।
৪.যীশু খ্রীষ্টের রক্ত
ছাগল ও বাছুরের রক্ত নিয়ে খ্রীষ্ট সেই মহাপবিত্র স্থানে ঢোকেন নি। তিনি নিজের রক্ত নিয়ে একবারই সেখানে ঢুকেছিলেন। এইভাবে তিনি চিরকালের জন্য পাপ থেকে মুক্তির উপায় করলেন (ইব্রীয় ৯ঃ১২ পদ)
৫.স্বর্গ ও স্বর্গদূতগণ
স্বর্গ কি? স্বর্গে কে থাকেন? স্বর্গদূতই বা কারা? মানুষ মরে গেলে কোথায় যায়? এসব প্রশ্ন সকল ধর্মে রয়েছে। কিন্তু পবিত্র বাইবেল এ ব্যাপারে স্পষ্ট উত্তর দিতে পারে (প্রকাশিত বাক্য ১৮ঃ১; ১৯; ২১ঃ১-২৭ দ্রষ্টব্য)