আলফ্রেড সুবীর দে এম ডিভ (জাতীয় পরিচালক)
এমি বাংলাদেশ ট্রাষ্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, চিফ এক্সকিউটিভ [৭৬ বছর] এবং ন্যাশনাল ডিরেক্টর। এমি ও ওয়ার্ল্ড মিশন কমিউনিটি, আনসান প্রেসবেটেরিয়ান চার্চ ও কালভেরী প্রেসবেটেরিয়ান চার্চের বিদেশীদের পরিচর্যা কাজে জড়িত (১৯৯৬-১৯৯৮); ফরিদপুর ব্যাপ্টিষ্ট চার্চে পালকীয় পরিচর্যা (১৯৯৪-১৯৯৬); সেকেন্ড এশিয়ান ইন্সটিটিউট অব খ্রীষ্টিয়ান কমিউনিকেশন-এ আই সি সি-২, সিংগাপুর (১৯৮১); হাগাই ইন্সটিটিউট ফর এডভান্স লিডারশিপ ট্রেনিং, সিংগাপুর (১৯৭৮); রিভিউয়ার, ইউনাইটেড বাইবেল সোসাইটি, কমন বেংগলি বাইবেল অনুবাদ (১৯৭৫-১৯৭৯), পরিচালক, ব্যাপ্টিষ্ট পাবলিকেশনস এন্ড বুকস স্টোর, আমেরিকান সাউদার্ন ব্যাপ্টিষ্ট মিশন (১৯৭৪-১৯৭৯), নবযুগ, ছোটদের পাতা সম্পাদনা (১৯৭৫-১৯৮০); ইন্টারপ্রেটার, স্যালভেশন আর্মি অফিসার্স ট্রেনিং কলেজ, বাংলাদেশ (২০০১-২০০৯); ট্রাক্ট অনুবাদক, খ্রীষ্টিয়ান সার্ভিস সোসাইটি (২০০০-২০০৯); বিভিন্ন খ্রীষ্টিয়ান পত্র পত্রিকা ও পুস্তকের লেখক, অনুবাদক ও সম্পাদনাকারী (১৯৭৪- চলমান); সৃজনশীল লেখনি, নাটক, কবিতা, গল্প ও অনুবাদ সাহিত্য (১৯৬৬- চলমান)।