ডঃ থোমাস হোয়াং পিএইচডি (আন্তর্জাতিক পরিচালক)
প্রতিষ্ঠাতা, এন্টিয়ক মিশনস ইন্টারন্যাশনাল (কোরিয়া); প্রেসিডেন্ট, এন্টিয়ক কলেজ এন্ড সেমিনারী (কোরিয়া) আন্তর্জাতিকভাবে স্বীকৃত, মিশন বিষয়ে দক্ষ বিশ্বের ৩০টি দেশে এমি মিশন সেন্টার প্রতিষ্ঠাতা। তিনি তৃতীয় বিশ্বের জন্য সুসমাচার প্রচার মিশনের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। সারা বিশ্বে সুসমাচার প্রচার পরিকল্পনা প্রনয়ণে একজন স্বপ্নদ্রষ্টা বা ভিশনারী ব্যক্তিত্ব।
তাঁর লেখা প্রায় ১৫ টিরও বেশী বই বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদ ও প্রকাশিত হয়েছে। এর মধ্যে নেপালী, বার্মিজ, ইংরেজি, রাশিয়ান, বাংলা, হিন্দি, ভিয়েতনামী, ভুটানী, চীনা, কম্বোডিয়ান, ইন্দোনেশিয়ান, হোমং, কাচিন, শান, লিসু, লাও, লোমি, ইয়োলমো, স্পেনিশ, জাপানী ইত্যাদি ভাষায় অনুবাদ করা বই অন্যতম। এই বইগুলি মূলত বিশ্বের ৫০ টি দেশের এমি কলেজ ও সেমিনারীতে পাঠ্য বই হিসাবে ব্যবহার করা হচ্ছে। ফলে, স্ব স্ব দেশের খ্রীষ্টিয়ানেরা তাদের মাতৃভাষায় বাইবেল কোর্স্ করতে পারছে। এমি কলেজ এন্ড সেমিনারি এখন বিশ্ব বিদ্যালয়ে উন্নীত হয়েছে।